২৭ ডিসেম্বর, ১৯৭১
'বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে কোন প্রকার স্বজনপ্রীতি ও দুর্নীতি সহ্য করা হবে না'
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : বোম্বাই-এর সাপ্তাহিক ‘ব্লিৎস’ পত্রিকার সম্পাদক আর কে কারানজিয়া পাকিস্তানি ফ্যাসিস্ট বাহিনীকে বাংলাদেশে নরহত্যা ও ধর্ষণের দায়ে অভিযুক্ত করে বিচারের জন্য একটি যুদ্ধ অপরাধ কমিশন গঠনের আহ্বান জানান।
ঢাকার বার্তা প্রতিষ্ঠান বি.পি.আই পরিবেশিত খবরে বলা হয়, ‘ব্লিৎস’ পত্রিকার সাম্প্রতিক সংখ্যায় ‘শয়তানের বীভৎস মুখ দর্শনে’ নামে লিখিত একটি নিবন্ধে কারানজিয়া বলেন, এ পর্যন্ত তিনি বাংলাদেশে পাকিস্তানি বাহিনী সম্পর্কে যে তথ্য লাভ করেছেন তাতে এটাই প্রমাণিত হয়, পাকিস্তানি সৈন্যরা যুদ্ধাপরাধী, যুদ্ধবন্দী নয়। নিয়াজী, ফরমান আলী গং জেনেভা কনভেনশন অনুসারে যুদ্ধবন্দীর মর্যাদা পেতে পারে না। তারা খুনী, তারা নারীর মর্যাদা-হরণকারী, তারা সৈনিকের মর্যাদাকে ভ’লুন্ঠিত করেছে।
কারানজিয়া অভিমত প্রকাশ করেন যে, ইয়াহিয়া চক্র অতিরঞ্জিত ও ভাবাবেগ সৃষ্টি করে বাংলাদেশে জাতিসংঘ কিংবা চীন ও মার্কিন হস্তক্ষেপের পথ প্রশস্ত করার ব্যর্থ প্রচেষ্টায় নিজেদের একটি পিস্টন ইঞ্জিন বিশিষ্ট বিমান ও দুটি হেলিকপ্টারের সাহায্যে এতিমখানা ও কতিপয় এলাকায় বোমা বর্ষণ করে। তিনি তাঁর নিবন্ধে উল্লেখ করেন, তিনি এমন কয়েকজন সাংবাদিকের সাথে আলাপের সুযোগ লাভ করেছেন, যাঁরা ঢাকায় বিমান ও হেলিকপ্টারকে এতিমখানার ওপর দিয়ে উড়ে যেতে এবং সেখানে বোমা নিক্ষেপ করতে দেখেছেন। এই হামলায় বহু শিশু প্রাণ হারায়। বিদেশী সাংবাদিকরা এই ঘটনাকে দৃষ্টান্তহীন বলে অভিহিত করেছেন। এরাই যুদ্ধবন্দীর মর্যাদার জন্য দাবি করে আর তাদের অপকীর্তিকে ভারতীয় বাহিনীর ওপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা করেছে।
তিনি আরেকটি ঘটনার উল্লেখ করে বলেন, কমলাপুরে আহত ৩৬ জন ভারতীয় সৈন্যকে পাকিস্তানি কমান্ডিং অফিসারের নির্দেশে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়। ভারতীয় বাহিনীর নিকট এই ঘটনার তথ্য প্রমাণ রয়েছে।
কারানজিয়া বলেন, জেনারেল নিয়াজী এবং তার সহযোগীরা পূর্ব ও পশ্চিম রণাঙ্গনে ভণিতার আশ্রয় গ্রহণ করে। তারা ভারতীয় সৈন্যদের গুপ্তস্থান থেকে বের করার জন্য শ্বেত পতাকা উড়িয়েছে। তিনি প্রশ্ন করেন, সুতরাং পাকিস্তানি সৈন্যরা কিভাবে যুদ্ধবন্দীর সম্মান লাভ করতে পারে ?
ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল শ্যাম মানেকশ’ সকালে আলাদাভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ এর সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ বাহিনীর প্রধান সেনাপতি কর্ণেল এম.এ.জি ওসমানীও সে সময় উপস্থিত ছিলেন।
বিবিসি’র এক খবরে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো পিন্ডিতে অন্তরীণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন, তবে তাঁদের আলোচনার বিষয়বস্তু জানা যায়নি।
পুরানা পল্টনস্থ আওয়ামী লীগ অফিসে স্বাধীনতাউত্তর প্রথম কর্মীসভায় ভাষণদানকালে অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের জনগণের সাথে এই সরকারের ঘনিষ্ঠ ও নিবিড় সম্পর্ক বজায় থাকবে। বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণেরই সরকার। বাংলাদেশের জনগণের কল্যাণই এই সরকারের কাম্য। তিনি তাঁর মন্ত্রীপরিষদ সদস্য ও নিজকে জনগণের সেবক বলে অভিহিত করেন।
বিকালে বঙ্গভবনে চার জন নতুন মন্ত্রীর শপথ অনুষ্ঠান শেষে সৈয়দ নজরুল ইসলাম মন্ত্রীপরিষদ সদস্যদেরসহ পুরানা পল্টনস্থ আওয়ামী লীগ অফিসে যান। আওয়ামী লীগ কর্মী ও নেতৃবৃন্দ অস্থায়ী রাষ্ট্রপ্রধান ও তাঁর মন্ত্রীপরিষদ সদস্যদের বিপুল সম্বর্ধনা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও ঢাকা শহর আওয়ামী লীগ সম্পাদক গাজী গোলাম মোস্তফা কর্মীদের উদ্দেশে ভাষণ দেন।
সৈয়দ নজরুল ইসলাম ঘোষণা করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সুখী, সুন্দর ও শোষণহীন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে মানুষে মানুষে ভেদাভেদ থাকবো না, মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে এবং সাধারণ মানুষই হবে রাষ্ট্রের ভাগ্য নিয়ন্তা। বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবে রূপদানই এই সরকারের লক্ষ্য। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে কোন প্রকার স্বজনপ্রীতি ও দুর্নীতি সহ্য করা হবে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে কুটনৈতিক পর্যায়ে প্রচেষ্টা চালানো হচ্ছে। পাকিস্তান জঙ্গীশাহীর পক্ষে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে বেশিদিন আটকে রাখা সম্ভব হবে না এবং অচিরেই তাঁকে মুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশে দখলদার বর্বর পাকবাহিনীর সাথে সহায়তা করার অভিযোগে আরো কয়েকজন দালালকে গ্রেফতার করা হয়। তারা হচ্ছে :
১. ড.হাসান জামান, প্রাক্তন পরিচালক, পাকিস্তান বিষয়ক একাডেমী।
২. নাসিরুদ্দিন আহমদ চৌধুরী,সিলেট, সদস্য নেজামে ইসলামী, প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী, সম্প্রতি তথাকথিত উপনির্বাচনে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য।
৩. মওলানা আতাহার আলী, কিশোরগঞ্জ শহর।
৪. মওলানা সাঈয়েদুর রহমান , ময়মনসিংহ শহর।
৫. বাহাউদ্দিন আহমদ, প্রাক্তন এডিশনাল এস পি, সিলেট।
৬. মো: এস বি দোজা, সিও (রেভ) কতোয়ালী, ঢাকা।
৭. নূরুল আমীন, সুপারিন্টেনডেন্ট, তেজগাঁও টেলিফোন ওয়ার্কশপ।
৮. শাহাবুদ্দিন, ফোরম্যান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই।
৯. মওলানা বজলুর রহমান, দয়াপুর, কুমিল্লা।
১০. এস এম মুজতবা খুরশিদ, প্রাক্তন ওসি,লালবাগ থানা, ঢাকা।
১১. এস আই ইউসুফ আলী চৌধুরী, প্রাক্তন ওসি,কালিগঞ্জ থানা, ঢাকা।
১২. এস আই মো: ইসহাক, প্রাক্তন ওসি,মোহাম্মদপুর থানা, ঢাকা।
১৩. হাবিলদার নওয়াব খান,ই পি সি এ এফ।
১৪. শামী, মুজাহিদ কমান্ডার, মিরপুর।
১৫. মো: আকিল (মুজাহিদ), মিরপুর।
১৬. মো: আলী ওরফে মো: আখতার আলী (মুজাহিদ), মিরপুর।
১৭. মান্না ওরফে আবদুল আজিজ (মুজাহিদ), মিরপুর।
১৮. শুর মোহাম্মদ (মুজাহিদ), মিরপুর।
১৯. শাহাবুদ্দীন, শত্রুবাহিনীর এজেন্ট।
২০. আবদুল জহীর (রাজাকার), নোয়াখালী।
২১. আনকা ওহী (রাজাকার), পার্বত্য চট্টগ্রাম।
২২. আবুল বাশার মো: শাহজাহান (আল-বদর), ফেনী, নোয়াখালী।
২৩. সৈয়দ মো: মোহেন কাদের, মোহাম্মদপুর, ঢাকা।
২৪. আনিসুর রহমান,কমান্ডার (আল-বদর)।
২৫. বিলাল হোসেন, কমান্ডার (আল-বদর)।
২৬. এস. এ. সিদ্দিকী, মিরপুর, কমান্ডার (আল-বদর)।
২৭. এ বি এম খালেক মজুমদার (আল-বদর)।
২৮. ওমর হায়াত, মিরপুর।
২৯. সিরাজদ্দীন, সদস্য, শান্তি কমিটি।
৩০. আশরাফ আলী, ‘আল-বদর’ সদস্য,ফরিদাবাদ।
৩১. এস.এম.মুনিবুল হক, আহ্বায়ক, শান্তি কমিটি।
৩২. সৈয়দ এরশাদ হোসেন, তেজগাঁও, ঢাকা।
৩৩. সৈয়দ মো: মহসিন, মোহাম্মদপুর, ‘আল-বদর’ সদস্য।
৩৪. মো: হানিফ, মিরপুর।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/ডিসেম্বর ২৭, ২০২৪)
পাঠকের মতামত:
- পঞ্চগড় বিপিয়ান পঁচিশ এর কনসার্ট, স্রোতার ঢল
- নড়াইলে নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ
- 'বাংলার মাটিতে আর কোন খাওয়া-খাওয়ি হবে না'
- তিন বিএনপি নেতা হাইকোর্টের অন্তবর্তীকালিন জামিনে, ময়নাতদন্ত প্রতিবেদন নির্যাতন করে হত্যা
- শ্যামনগরে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্য গ্রেপ্তার
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- ফরিদপুরে ঘুড়ি উৎসবে গণমানুষের ঢল
- বাগেরহাটে এলজিইডি’র সড়ক নির্মাণে ব্যবহৃত ইট খোয়া হাতের চাপেই ভেঙ্গে গুড়ো
- টাঙ্গাইলে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- টাঙ্গাইলে শিক্ষার মান উন্নয়নে শিক্ষা বৃত্তি প্রদান
- রাজবাড়ীতে লোকসানে মুড়িকাটা পেঁয়াজ চাষিরা
- গোয়ালন্দে চোরাই গরু খুঁজতে গিয়ে চোরাই মোটরসাইকেলসহ কসাই গ্রেপ্তার
- এখনো সরকারি হয়নি কাপাসিয়ার প্রচীনতম কলেজটি
- নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবাষির্কী পালিত
- বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের সম্মেলন
- গোপালগঞ্জে ভেজাল সার ও কীটনাশক জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা
- ফরিদপুরে ডা. শাহীনের ওপর সন্ত্রাসী হামলার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবগত করলো এফএমসি
- এ বছর হচ্ছে না বিজিবি-বিএসএফ বৈঠক
- কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, নিহত ৩
- প্রতিষ্ঠাবার্ষিকীতে জামালপুরে জাসাসের শীতবস্ত্র বিতরণ
- রিমান্ড শেষে কারাগারে কামরুল-সোলায়মান সেলিম
- ময়মনসিংহে ইয়াবাসহ মাদক কারবারী আটক
- জামালপুরে জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ উদ্বোধন
- জানুয়ারিতে ক্যাম্পে ফিরছেন সাবিনারা
- ‘অবাস্তবতার মুখে, নীরবতাই সেরা জবাব’
- মিতা চক্রবর্তী
- বঙ্গ মনীষীদের রঙ্গ : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৩১৬
- কুড়িগ্রামে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়
- অনন্য সংগঠন শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশ
- হিন্দু সেজে রাস পূর্ণিমার পূজা ও পূণ্যস্নানে যেতে প্রতারণা, ৫ যুবক কারাগারে
- করোনায় উত্তাপ নেই কামারের হাপরে
- আগৈলঝাড়ায় থানা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
- ছাতকে ২২ লাখ টাকার ওএমএসের চালসহ আটক ২
- মোংলায় ৫ নারী পেলেন জয়িতা সম্মাননা
- চুয়াডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে মেয়রপ্রার্থী টোটন এর সাথে জেলা গনমাধ্যম কর্মীদের মতবিনিময়
- সরকারি ২০ বিঘা জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড নিয়ে তোলপাড়
- ভাইস চেয়ারম্যান হতে চান সাবেক ছাত্রলীগ নেতা মারুফ
- ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৮২
- দেশে নভেম্বরে ডেঙ্গুতে প্রাণ গেছে ১৭৩ জনের
- একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট নাগরিক
- ভারপ্রাপ্ত সভাপতি আর আ.লীগের সম্পাদকই চালাচ্ছে কর্ণফুলী যুবলীগ!
- মালদ্বীপে বাংলাদেশ মিশনে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন
- পঞ্চগড়ের আটোয়ারিতে শুরু হলো মাসব্যাপী রাসমেলা
- বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন নেইমার