গাজীপুরে বিভিন্ন দাবিতে ৭টি কারখানায় শ্রমিক বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে বেতন ভাতাসহ বিভিন্ন দাবিতে সাতটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে আটটা থেকে শ্রমিক বিক্ষোভ শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগাআলী এলাকায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহস্রাধিক শ্রমিক বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সকাল ৮টায় কাজে যোগদান না করে কারখানার সামনে কাঁঠালদিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
বেলা ১২ টায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (জিএম) ব্রিগেডিয়ার (অব:) মেহবুব হক সাংবাদিকদের জানান, সকাল ৮টা থেকে কিছু ঝামেলা ছিল। দুপুরে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।
প্রায় একই সময় টঙ্গীর সাতাইশ এলাকায় প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড নামক কারখানায় শ্রমিকরা জুলাই মাসের বেতনের দাবিতে কাজ বন্ধ করে যার যার জায়গায় বসে পড়ে। ফ্যাক্টরি কর্তৃপক্ষ শুধুমাত্র জ্যাকার্ড সেকশনের (৯০ জন) শ্রমিকের বেতন ১৫ আগষ্টে পরিশোধ করেছে। বাকীদের বেতন দিচ্ছে না। ফ্যাক্টরি কর্তৃপক্ষ এর আগেও দুই তিনবার বেতন পরিশোধের দিন ধার্য করেছিল কিন্তু শ্রমিকদের বেতন দেয়নি বলে জানিয়েছেন শ্রমিকরা।
প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের মালিক হাজী সাইফ উদ্দিন জানান, কিছু শ্রমিকের বেতন দেয়া হয়েছে। ব্যাংক থেকে টাকা তুলতে সমস্যা হওয়ায় বাকীদের পাওনা পরিশোধ করা সম্ভব হয়নি। পরে তাদের বিষয়টি বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে টঙ্গীর বড় দেওড়া এলাকায় মাইশা মীম এ্যাপারেলস লিঃ এর শ্রমিকেরা সকাল আটটা থেকে জুলাই মাসের বেতনের দাবিতে কাজ বন্ধ করে অবস্থান ধর্মঘট শুরু করে। দুপুর পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছিল।
এই কারখানার মালিক আলী আজম সরকারকে ফোন দিলে তিনি বার বার ফোন কেটে দেন।
এ ছাড়া বকেয়া বেতনের দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকাল সাড়ে আটটা থেকে অন্তত কয়েক কিলোমিটার সড়কে এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকাগামী ও ময়মনসিংহগামী যাত্রীরা সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছে।
শ্রমিকরা জানায়, টিএনজেড গ্রুপে আমরা তিন হাজার তিনশ শ্রমিক কাজ করি । এ ফ্যাক্টরির শ্রমিকদের জুলাই মাসের বেতন মঙ্গলবার পরিশোধ করার কথা থাকলেও আমাদের বেতন পরিশোধ না হওয়ায় আন্দোলন করছি।
এদিকে, বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দুটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (২১ আগস্ট) দুপুর ১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিক ও কর্মচারীরা কারখানা ত্যাগ করে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, চন্দ্রা এলাকার হরতকিতলা এলাকায় অবস্থিত মাহমুদ জিন্স লিমিটেড কারখানার কর্মচারীদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও শ্রমিকদের ২ মাসের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকরা একাধিকবার মালিক পক্ষের নিকট বকেয়া বেতন আবেদন করলেও মালিকপক্ষ বিষয়টি সমাধান করেনি। পরবর্তীতে বুধবার সকালে শ্রমিক ও কর্মচারীরা কারখানায় গিয়ে বেতন দাবি করেন। এক পর্যায়ে তারা কারখানা ত্যাগ করে দুপুর ১ টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নেমে পড়েন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাদাত হোসেন জানান, বেতনের দাবিতে চন্দ্রায় শ্রমিকরা সড়কে নেমেছে। যার ফলে যানবাহন চলাচল বন্ধ। বিষয়টি সমাধানের পর বিকেলে যানচলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে, গাজীপুর মহানগরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় মাস্টার চ্যান ইন্ডাস্ট্রিজের লিংকিং সেকশনের আনুমানিক ১৩০/১৪০ জন শ্রমিক পিস রেট, বাৎসরিক ছুটির টাকা ও অন্যান্য দাবি নিয়ে সকাল থেকে কর্মবিরতি পালন করে। দুপুরের দিকে শ্রমিকরা অন্যান্য সেকশনের কাজ বন্ধ করে কোন সিদ্ধান্ত না হওয়ায় সাধারণ ছুটি ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য মালিকপক্ষ ককারখানা বন্ধ ঘোষনা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার প্রশাসনিক কর্মকর্তা রাকিব হোসেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বুধবার সকাল থেকেই কয়েকটি কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণ আন্দোলনে নামে। আমরা তাৎক্ষণিকভাবে তাদের দাবিগুলো জেনে সংশ্লিষ্ট কারখানার মালিকপক্ষের সাথে আলোচনায় বসে সমাধান করতে থাকি। এতে কোন ধরনের বিশৃঙ্খলা হয়নি। শ্রমিকদের দাবিগুলো যৌক্তিক, তারা বেতন ভাতাসহ কয়েকটি ধাপে দাবি জানিয়ে আসছিল। বতর্মানে মহাসড়ক স্বাভাবিক আছে।
(এস/এসপি/আগস্ট ২১, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার কাজ চলছে’
- ‘বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে’
- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে প্রথম মামলা
- প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
- 'শোষকের গুলিতে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে আপোষ হবে না'
- যাত্রাভঙ্গ
- সবার আমি ছাত্র
- দাবানলের কারণে আবার পেছালো অস্কার মনোনয়ন
- পেট খালি রাখলেই বিপদ
- ‘বিএনপির সংস্কার কর্মসূচি জাতির মুক্তির সনদ’
- ঘোষণাপত্র জারি হবে ছাত্রদের নেতৃত্বে, উপস্থিত থাকবেন সবাই
- সিটি মিনিস্টার পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
- সাতক্ষীরায় প্রায় ২৭ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি
- শ্যামনগরে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মোরগ লড়াই
- কুশিয়ারা তীরে তিনদিনের মেলায় ২০ কোটি টাকার মাছ বিক্রি
- কোটচাঁদপুরে কাঠ রিফাইন করা বয়লার বিস্ফোরণে নিহত ২
- সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার আহ্বান
- জামালপুরে জাতীয় কবিতা পরিষদের কমিটি গঠন
- মাগুরায় ইসাডোর শীতবস্ত্র বিতরণ
- রক্ষাকবজ হিসেবে জামায়াত নেতাদের তদবির
- বাগেরহাটে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করলেন ২৫ বিসিএস কর্মকর্তা
- নাটোরে আদিবাসী কিশোরী ধর্ষণের অভিযোগ, যুবক আটক
- ভোটার হালনাগাদ নিয়ে ইসির বিশেষ ১৬ নির্দেশনা
- নাটোরের বড়াইগ্রামে ভুতুড়ে কৃষি মেলা, লক্ষ টাকা গচ্চা!
- ওয়ালটন প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট’ অনুষ্ঠিত
- একমাস পর সর্বনিম্ন সংক্রমণ শনাক্ত ভারতে
- বিএনপি-জামায়াত রাজনীতির বিষ
- সুবর্ণচরে চর জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা
- মঞ্চে গিটার বাজাতে বাজাতেই মারা গেলেন পিকলু
- বিজয় দিবসে শ্রীমঙ্গলে সাংবাদিকদের মিলন মেলা
- আয়ারল্যান্ডের কাছে প্রথম সিরিজ হার বাংলাদেশের
- গোপালগঞ্জে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত
- ‘বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই’
- খাগড়াছড়িতে বাঙ্গালি ছাত্র পরিষদের সড়ক অবরোধ
- মাকে বাঁচাতে জবি শিক্ষার্থীর আকুতি
- পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা
- নিউ ইয়র্কে সাকিব আল হাসানের নয়া কৌশলে চাঁদাবাজি
- টিউলিপের বিকল্প খুঁজছে লেবার পার্টি
- পাঠ্যবইয়ে র্যাপার হান্নান ও সেজান
- ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, একদিনে হাসপাতালে ২৪১ জন
- কালিয়াকৈর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ
- টিএইচও ডা. শর্মী রায়ের যোগদান ঠেকাতে এবার শরণখোলায় ঝাড়ু মিছিল-মানববন্ধন
- তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে
- সড়কে মৃত্যু: প্রতিদিনের ট্র্যাজেডি এবং রাষ্ট্রের দায়িত্ব
- 'আমি নিশ্চিত, পিতা মুজিব যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারত না'