নগরকান্দায় সালিশ বৈঠকে যুবককে কুপিয়ে হত্যা
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সালিশ বৈঠকে রবিউল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে উপজেলার খেজুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ এফ এম নাসিম জানান, এলাকার বিভিন্ন বিষয় নিয়ে শনিবার সকালে সালিশ বৈঠক শুরু হয়। বৈঠকে কাসেম মোল্লার সঙ্গে ইলিয়াস মোল্লার সমর্থক রবিউল শেখের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাসেম মোল্লার লোকজন রবিউলকে কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৭)