রোহিঙ্গা মুসলিমদের হত্যার প্রতিবাদে নগরকান্দায় মানববন্ধন
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : রোহিঙ্গা মুসলিমদের হত্যার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দা সদর বাজারের প্রধান সড়কে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ইসলাহুলউম্মাহ্ এর ব্যানারে সর্বস্তরের জনগনের অংশগ্রহনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য দেন মুফতি ইসমাতুল্লাহ কাসেমী, মাওলানা লিয়াকত আলী, সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, মুফতি মুস্তাফিজুর রহমান, মুফতি ওয়ালিউল্লাহ, মওলানা হাসমত আলী, মওলানা ইমরান হুসাইন, হাফেজ মোস্তফা কামাল, হাফেজ নুরুল আমিন, হাফেজ আব্দুল মান্নান প্রমুখ। মানববন্ধন শেষে পৌরসভার সামনে অং সং সূচির কুশপুত্তলিকা দাহ করে।
(এনএস/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৭)