স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব সরকারের আমলেই আমাকে টার্গেট করে বোমা, গ্রেনেড হামলা ও গুলির ঘটনা ঘটেছে।

আলোচনার এক পর্যায়ে পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার অানিসুল ইসলাম মাহমুদকে ঈঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ওনাদের অামলেও চট্টগ্রামে জনসভায় গুলি চালানোর ঘটনা ঘটেছিল এবং ওই ঘটনায় বেশ কয়েকজন নিহত হন।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকের পর এক অনানুষ্ঠানিক অালোচনায় তিনি একথা বলেন। মন্ত্রিপরিষদের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্টের আগে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, আরেকটি ১৫ আগস্টের ঘটনা ঘটবে। একথা বলার কিছুদিন পরেই ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে।

(ওএস/এসপি/আগস্ট ২১, ২০১৭)