ভাঙ্গায় চার লাখ টাকার জাল নোট
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদি মহল্লার একটি বাড়ি থেকে চার লাখ পাঁচ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পুলিশ জাল টাকা উদ্ধার ও চারজনকে আটক করে। আটকরা হলেন- বরিশাল জেলার হিজলার সালাউদ্দিন আহমেদ, ফাতেমা বেগম, সায়েদুল সরদার এবং পটুয়াখালীর গলাচিপার জুয়েল হাওলাদার।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়ি থেকে জাল টাকা উদ্ধার ও চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
(ওএস/এসপি/আগস্ট ২০, ২০১৭)