নগরকান্দায় এম এন একাডেমীর অভিভাবক সমাবেশ
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দার এম এন একাডেমী মডেল স্কুলের শিক্ষার্থীদের লেখা পড়ার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া।
এ সময় প্রধান শিক্ষক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানদের প্রতি খেয়াল রাখবেন যাতে করে শিক্ষার্থীরা জঙ্গি, মাদক থেকে দুরে থাকে এবং বাল্য বিয়ে প্রতিরোধ করুন। শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার সময় অবশ্যই মোবাইল না আনার পরামর্শ দেন তিনি। এছাড়াও ক্লাস ফাঁকি প্রতিরোধ, বিদ্যালয়ের প্রতিটি ফ্লোরে স্বাস্থ্যসম্মত নিরাপদ পনির ব্যবস্থা, মাল্টিমিডিয়া ক্লাস এবং মেয়েদের জন্য অত্যাধুনিক স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মাদ মোর্তজা আহসান, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিস, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা।
(এনএস/এসপি/আগস্ট ২০, ২০১৭)