ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. ফরিদ উদ্দিন আহম্মেদকে শারীরিকবাবে লাঞ্চিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার গৌরীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণ মানব বন্ধন কর্মসূচী পালন করে।

মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেন ময়মনসিংহ শিক্ষক সমিতির সদস্য আব্দুল মোতালিব বিএসসি, কিল্লাবোকাইনগর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ ছায়েদুল হক, মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ জিএম, শালীহর হাজি আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ছায়েদুর রহমান, মঞ্জুর আহম্মেদ বাহার, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হান্নান, ছাইদুল ইসলাম, ইসলামবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, প্রভাষক গোলাম মোস্তফা, ইদ্রিছ আলী, ইয়াহিয়া, গিধাউষা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ড.এম.আর করিম উচ্চ বিদ্যালয়ের মঞ্জুরুল হক প্রমুখ।

কর্মসূচীতে উপজেলার উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদরাসাসহ অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষকগণ অংশ গ্রহণ করেন।

(এসআই/জেএ/জুন ২৮, ২০১৪)