স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র আনিসুল হক লন্ডনে অসুস্থ হয়ে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

মেয়রের একান্ত সহকারী মিজানুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মেয়রের পারিবারিক সূত্রে জানা গেছে, আনিসুল হক ‘সেরিবেল ভ্যাসকিউলিটিস’ নামে মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়েছেন। গত দুই মাস ধরে তিনি এ রোগে ভুগছেন।

আনিসুল হক গত ২৮ জুলাই পারিবারিক কাজে লন্ডনে যান। গত সোমবার তার দেশে ফেরার কথা ছিল। এরইমধ্যে হঠাৎ করে বেশি অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

(ওএস/এসপি/আগস্ট ১৬, ২০১৭)