সালথায় জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিতি জনতার মাঝে খাবার বিতরণ করা হয়।
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সালথা কলেজ, উপজেলা বঙ্গবন্ধুৃ পরিষদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহ।
(এএনএইচ/এএস/আগস্ট ১৫, ২০১৭)