আ’লীগের সেক্রেটারী নেসার আহমদকে ইউকে’র নিউপোর্টে সংবর্ধনা
রকিব মনসুর : যুক্তরাজ্য সফরকালে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সেক্রেটারী জেলা ছাত্রলীগের প্রাক্তন সেক্রেটারী নেসার আহমদের সম্মানে অতি সম্প্রতি বৃটেনের ওয়েলসের নিউপোর্ট শহরের নিউ লাহোর রেস্টুরেন্টে নিউপোর্ট বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউপোর্টের প্রবীন মুরব্বী আলহাজ্ব আব্দুল হকের সভাপতিত্বে এবং নিউপোর্ট যুবলীগ সেক্রেটারী ফখরুল ইসলাম, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইউকে নিউপোর্ট এর কনভেনার শাহ মো: শাফি কাদির ও সেক্রেটারী এম এ রউফের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে’র কনভেনার সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি সংগঠক মকিস মনসুর আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি লিডার মো: আলী হায়দার, ওয়েলস আওয়ামীলীগের সেক্রেটারী এম এ মালিক, নিউপোর্ট আওয়ামীলীগের সেক্রেটারী ভিপি আব্দুল হান্নান, বৃস্টল আওয়ামীলীগের সেক্রেটারী আবুল হোসেন ওয়াদুদ, ওয়েলস বিএনপি’র সাবেক সভাপতি মাসুদ আহমদ, নিউপোর্ট কাউন্সিল এর সাবেক কাউন্সিলার মাজেদুল হোসেন নুনু, গোলাম মর্তুজা, লিয়াকত আলি, জিলু মিয়া, সিরাজ খান, আলহাজ্ব মো: আসাদ মিয়া, শেখ মো: আনোয়ার ও মুহিবুর রহমান খসরু।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গ্রেটার সিলেট কাউন্সিলের ইউকে’র ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো: আনোয়ার। সংবর্ধিত প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রজন্ম ৭১ এর সভাপতি বেলায়েত হোসেন খাঁন, নিউপোর্ট যুবলীগ সভাপতি মুহিবুর রহমান মুহিব, নজরুল ইসলাম, আনহার মিয়া, রুহুল আমিন, সিতাব আলী, আলমগীর আলম, শিহাব উদ্দিন, জহির উদ্দিন আলী, সৈয়দ রিপন , মঈন উদ্দিন চৌধুরী লিপু, মাহমুদ হোসেন রানা, খায়রুল আলম লিংকন, জয়নাল আবেদিন, কামাল আহমদ, শাওন আহমদ, নজরুল ইসলাম বাবু, আশরাফ উদ্দিন, আব্দুল মোত্তালিব, এম এ জলিল, রুশন হোসেন, বদরুল মনসুর ও সুরুক আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত জননেতা নেসার আহমদ তাঁর সম্মানে এই আয়োজনের জন্য নিউপোর্ট কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন- আপনারা প্রবাসীরা ৭১এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি উন্নয়নে ও প্রয়োজনে অবদান রেখে চলছেন, জাতি কৃতজ্ঞতাচিত্ত্বে প্রবাসীদের অবদান স্মরন করছে বলে উল্লেখ করে সংবর্ধিত অতিথি বলেন বাংলাদেশ এগিয়ে চলছে আরও এগিয়ে নিতে হলে প্রবাসীদের অতীতের মতো আগামীতেও বাংলাদেশে বেশী বেশী করে বিনিয়োগ করার আহ্বান জানান।
প্রধান বক্তা যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামীলীগ লিডার মকিস মনসুর আহমদসহ বিশেষ অতিথিবৃন্দ ও সকল বক্তারা জননেতা নেসার আহমদের রাজনৈতিক সামাজিক ও সমাজসেবামূলক কর্মকান্ডের ভ’য়শী প্রশংসা করে আগামী দিনে তাঁর আরও সফলতা কামনা সহ সংবর্ধিত অতিথির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিউপোর্ট যুবলীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা শাহ মো: শফি কাদির। সভাপতির বক্তব্যে প্রবীন মুরব্বী আলহাজ্ব আব্দুল হক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠান ও নৈশভোজের সমাপ্তি ঘোষণা করেন।
(ওএস/এটিআর/জুন ২৮, ২০১৪)