চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট
চট্টগ্রাম প্রতিনিধি : ৪১৬ জন হজ যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট।
শুক্রবার রাত ১২টায় প্রথম ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করে। এর আগে বিমানবন্দরের সম্মেলন কক্ষে হজযাত্রা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি সাংবাদিকদের জানান, চট্টগ্রাম থেকে ১৪ হাজার ৭০০ হজযাত্রী নিয়ে যাওয়ার কথা রয়েছে। সরাসরি ফ্লাইটে ৬ হাজার ২৮৫ জন হজযাত্রী যেতে পারবেন। বাকিদের শিডিউল ফ্লাইটে যেতে হতে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার মুসল্লি হজে যাচ্ছেন। ইতিমধ্যে ৩৭ হাজার মুসল্লি মক্কায় পৌঁছেছেন। ২৬ আগস্ট পর্যন্ত হজযাত্রী পরিবহন করা হবে। অন্যদিকে ফিরতি ফ্লাইট চালু হবে ৬ সেপ্টেম্বর।
(ওএস/এএস/আগস্ট ০৫, ২০১৭)