স্টাফ রিপোর্টার : রাজধানীর কদমতলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। নিহতের নাম ইমরান (৩৫)। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি র‌্যাবের।

শুক্রবার রাতে কদমতলী ওয়াসা পানি শোধনাগার এলাকার একটি মাদক স্পটে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক স্পটটিতে অভিযান চালায় র‌্যাব। উপস্থিতি টের পেয়ে তারা র্যাবের উপর গুলি চালায়। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধ শেষে ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব দাবি করছে, বন্দুকযুদ্ধের ঘটনায় ৩ জন র‌্যাব সদস্যও আহত হয়েছে।

মহিউদ্দিন ফারুকী জানান, বন্দুকযুদ্ধের সময় ইমরানের গায়ে গুলি লাগে কিন্তু বাকিরা পালিয়ে যায়। ইমরানের কাছ থেকে একটি পিস্তল, কিছু ইয়াবা ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ইমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

(ওএস/এএস/আগস্ট ০৫, ২০১৭)