নাটোর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, সিংড়ায় কোন ঘুষ দুর্নীতি ও অনিয়ম চলবে না। সকল পর্যায়ে সু-শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সকলকে সততা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় শুরু হওয়া সিংড়া উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইন শৃংখলা সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী আরো বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সিংড়ার মাটিতে কোন ভাবেই মাদক ব্যবসা ও জুয়া চলতে দেয়া হবে না।

তিনি আরো বলেন, মৎস্য সম্পদে ভরপুর চলনবিল ও বিভিন্ন নদী-খালে কতিপয় ব্যাক্তি অবৈধ সোঁতি জাল বসিয়ে মাছ শিকার করছে। তারা যতই প্রভাবশালী হোক, মৎস্য সম্পদ রক্ষায় চলনবিল ও আত্রাই নদীতে মৎস্য নিধন বন্ধ করতে হবে। কোন প্রকার সৌতি জাল, বাদাই জাল ফেলতে দেওয়া যাবে না। এসব বন্ধে উপজেলা ও পুলিশ প্রশাসনকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

এছাড়া আগামী ঈদুল আজহা ও দুর্গা পুঁজোয় যাতে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেবিষয়ে সর্বাত্মক ভাবে কাজ করার আহবান জানান প্রতিমন্ত্রী।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সহকারী কমিশনার (ভুমি) মুশফিকুর রহমান, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া গোল ই আফরোজ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আতিকুর রহমান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল্লাহ আল মামুন, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান ভোলা, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

(এলএইচ/এএস/আগস্ট ০৪, ২০১৭)