বগুড়ায় গাড়ির ধাক্কায় পথশিশু নিহত
বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মনির (১০) নামে এক পথশিশু নিহত হয়েছে।
জানা যায়, নিহত মনিরের বাড়ি বগুড়ার সেউজগাড়ি এলাকায়। তারা বাবার নাম মরহুম মজিবর।
শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনির ছিলো পথশিশু। সে রাস্তায় পলিথিন, প্লাস্টিক ইত্যাদি জিনিস কুড়িয়ে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতো।
তিনি আরো জানান, সকালে মহাসড়কের টিএমএস ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা বাস বা ট্রাকের ধাক্কায় সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রযেছে।
(ওএস/জেএ/জুন ২৬, ২০১৪)