বগুড়ায় দুই চিকিৎসা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড
বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরে দু’টি চিকিৎসা কেন্দ্রে পৃথক ভাবে ৫৫ হাজার টাকার অর্থদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহা এবং মো. মাসুদুর রহমান মাসুদ যৌথভাবে এসব আদেশ প্রদান করেন।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম ‘প্যারিস হোমিও কমপ্লেক্স’ এবং ‘আইডিয়াল ইউনানি ফার্মেসি (ইন্ডিয়ান হারবাল)’।
বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক (সেনেটারি ইন্সপেক্টর) মো. শাহ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর মধ্যে শহরের জলেশ্বরীতলা কালিবাড়িতে অবস্থিত ‘প্যারিস হোমিও কমপ্লেক্স’ কর্তৃপক্ষকে মিথ্যা বিজ্ঞাপন ও মিথ্যা গ্যারান্টি দিয়ে সেবা কার্যক্রম প্রচার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা ৪৪ লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা এবং শহরের গোইল রোড খান্দার এলাকায় অবস্থিত ‘আইডিয়াল ইউনানি ফার্মেসি (ইন্ডিয়ান হারবাল)’ এ অভিযান চালিয়ে ড্রাগ লাইসেন্স নবায়ন না করায় ৫ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক সেনেটারি ইন্সপেক্টর মো. শাহ আলী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
(ওএস/এইচআর/জুন ২৬, ২০১৪)