গাজীপুরের মেয়র চিকুনগুনিয়ায় আক্রান্ত
নিউজ ডেস্ক : চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। মেয়রের ব্যক্তিগত সচিব নাহিদুল ইসলাম জনি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেয়র অধ্যাপক মান্নান গত বৃহস্পতিবার দুপুর থেকে জ্বরে ভুগছেন। জ্বরের সঙ্গে শরীরে ব্যথাসহ নানা উপসর্গ দেখা দিলে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মেয়রের চিকুনগুনিয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।
মেয়র মান্নান হাসপাতালের ৩১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন। নিজের সুস্থতার জন্য দেশবাসী তথা গাজীপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়র।
(ওএস/এসপি/জুলাই ১৫, ২০১৭)