বগুড়ায় জাতীয় পার্টি নেতাকে জবাই করে খুন
বগুড়া প্রতিনিধি : বগুড়ার তালোড়ায় জাতীয় পার্টির (এরশাদ গ্রুপ) নেতা রাহাদ আলীকে (৩০) জবাই করে খুন করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তালোড়া বাজারে দুর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে ও জবাই করে খুন করে।
নিহত রাহাদ আলী বগুড়ার দুপচাঁচিয়া থানার তালোড়া বাজারের মৃত ওয়াজেদ আলীর ছেলে এবং জাতীয় পার্টি তালোড়া পৌরসভা কমিটির আহ্বায়ক ছিলেন।
স্থানীয়রা জানান, মাগরিবের নামাজ পড়ে বের হয়ে রাহাদ তার দোকানে যাবার পথে তালোড়া রেলগেট এলাকায় সন্ত্রাসীরা তার ওপর হামলা করে।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ওসি রিয়াজ উদ্দীন জানান, হত্যার কোনো কারণ জানা যায়নি। তবে এটি রাজনৈতিক হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে রাখা হয়েছে।
(ওএস/এস/জুন ২৪, ২০১৪)