রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে মো. মিরাজুল জোয়ার্দ্দার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের একটি ঈদগাহ ময়দানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিরাজুল জোর্য়াদ্দার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের ইউনুস জোয়ার্দ্দারের ছেলে।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুর রহমান জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় মিরাজুল জোর্য়াদ্দারকেকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন ও চোখ উপরানো রয়েছে। এ হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
(ওএস/এসপি/জুলাই ০৭, ২০১৭)