পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় গত সোমবার রাতে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটারগানসহ সালাম প্রামানিক নামের (৪২) এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার বাহাদুরপুর ইউপির সেনগ্রাম কামারপাড়া এলাকার মৃত বুধোই প্রামানিকের ছেলে। পদ্মা নদীর হাবাসপুর ইউপির চর আফড়া কাটাজলার মোড় নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোফাজ্জেল হোসেন জানান, পদ্মা নদীর হাবাসপুর ইউপির চর আফড়া কাটাজলার মোড় এলাকায় স্থানীয় লোকজন তাকে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটারগানসহ আটক করে রাখে। খবর পেয়ে পাংশা থানা পুলিশ রাত পৌনে ১১টার দিকে উল্লেখিত স্থান থেকে তাকে আটক করে। ধৃত সালাম প্রামানিকের বিরুদ্ধে পাংশা থানায় পৃথক ১টি হত্যা মামলা রয়েছে। অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটকের ঘটনায় সালাম প্রামানিকের বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


(এমএইচ/এসপি/জুলাই ০৪, ২০১৭)