গৌরীপুরে অর্ধ দিবস হরতাল পালিত, গ্রেফতার ২
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে মুমিনুন্নিসা সরকারি কলেজ শিক্ষকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ গৌরীপুরবাসীর ডাকে মঙ্গলবার উপজেলায় স্বতঃস্ফূর্ত অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতাল শেষে মৌন মিছিলটি শহর প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরকে অবাঞ্চিত ঘোষণা করে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য কামাল হোসেন, সরকারি কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, পৌরসভার কাউন্সিলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান, কাউন্সিলার আব্দুল কাদির, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সোহেল প্রমুখ।
বক্তরা বলেন, ডা. ক্যাপ্টেন (অব.) মুজিব এম.পি শুক্রবার বিরদা মেডিকেল হলে চামড়া তুলে নেয়ার হুমকি দিয়েছিল। রোববার তারই ক্যাডার বাহিনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ময়মনসিংহ মুমিনুন্নেসা কলেজের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দিগম্বর ও শারীরিকভাবে লাঞ্চিত করে।
হরতালের কারণে উপজেলা সদর থেকে জেলা সদর ময়মনসিংহ, নেত্রকোণাগামী সকল বাস ও আন্তঃসড়কে কোন ধরনের যানবাহন চলাচল করেনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম দূর্ভোগের শিকার হন। শহরের খাবারের দোকানসহ সকল দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিকরা স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রাখে। অফিস আদালতে উপস্থিতি ছিল অনেক কম। এরশাদ বিরোধী আন্দোলনের পর এমন হরতাল হয়নি বলে জানান ফল ব্যবসায়ী আব্দুর রহমান (৬৫)।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও সড়কের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হরতালের পক্ষে বিক্ষুব্ধ গৌরীপুরবাসী রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেয়। উত্তর বাজার সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটাররা উল্লাস করে। এ দিকে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রমজান আলী মুক্তি ও মনু মিয়াকে কলতাপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পরবর্তী কর্মসূচী আজ বুধবার ঘোষণা করবেন বলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এ প্রতিনিধিকে নিশ্চিত করেন। কলেজ শিক্ষককে লাঞ্চিত করায় শিক্ষক পরিষদও পৃথক কর্মসূচী ঘোষণা দিবেন।
(এসইএম/এএস/জুন ২৪, ২০১৪)