সড়ক দুর্ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি প্রোগ্রামার নিহত
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি প্রোগ্রামার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত সহকারি প্রোগ্রামারের নাম আব্দুল হান্নান (৪৫)। সে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার দক্ষিণমূল গ্রামের বাসিন্দা।
শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের খানগঞ্জ এলাকায় মাইক্রোবাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের ছুটি শেষে মোটর সাইকেলে করে সে ও তার স্ত্রী কুষ্টিয়া থেকে রাজবাড়ী আসার পথে সদরের খানগঞ্জ এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষে সে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার স্ত্রী অক্ষত অবস্থায় রয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসক মো: শওকত আলী নিহত সহকারি প্রোগ্রামার আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানান, সে তার কর্মের প্রতি খুবই দায়িত্বশীল ছিলেন।
(ডিবি/এএস/জুলাই ০১, ২০১৭)