ঈদে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে ঘরমুখো যাত্রীরা
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া দিয়ে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে ঈদে ঘরমুখো যাত্রীরা। দেশের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। ঈদে এরুট ব্যবহার করে লক্ষাধিক মানুষ।
সরেজমিনে প্রতিবেদন সংগ্রহ করার সময় দৌলতদিয়া লঞ্চঘাটে দেখা যায় যাত্রী পারাপারের জন্য ২৮ টি লঞ্চ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলচল করছে। যাত্রীরা জানিয়েছ ২৫টাকা করে নেওয়া ইতপূর্বের ভাড়া থেকে কোন ভাড়া বৃদ্ধি হয় নাই।
ঈদে ঘরে ফেরা ফরিদপুরের লক্ষ্মীপুরের যাওয়া যাত্রী খায়ের হোসেন জানিয়েছে, সর্বকালের সেরা প্রস্তুতি এবছর রয়েছে দৌলতদিয়া লঞ্চঘাটে।
দৌলতিয়ার ৪টি ফেরিঘাট সচল থাকায় এবং ১৮টি ফেরি চলাচল করায় কোন বেগ পেতে হচ্ছে না বলে জানিয়েছে বিআইডব্লিটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুর ইসলাম।
তিনি জানান যদি আবহাওয়া অনুকূলে থাকে তবে কোন রকম ভোগান্তি ছাড়াই এবার ঈদযাত্রা উপভোগ করতে পারবে এরুট ব্যবহারকরা যাত্রীরা।
জেলা পুলিশ সুপার সালাম বেগম পিপিএম জানিয়েছে, ঈদে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে দৌলতদিয়ার বিভিন্ন স্থান। তিনি বলেন পুলিশ নিরাপত্তার স্বার্থে কাজ করছে।
আজ দুপুরে ঈদযাত্রার সার্বিক অবস্থা দেখতে এসে রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী জানান, আমাদের যে প্রস্তুতি রয়েছে সেটা কার্যকর করার লক্ষ্যে সার্বক্ষনিক কাজ করছি।
তিনি জানান, আগামী ৫দিনে পদ্মায় ৫ফিট পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যার প্রস্তুতি আমাদের রয়েছে। তিনি জানান আবহাওয়া ভাল থাকলে সর্বকালের সেরা ঈদযাত্রা উপহার দিতে পরবো।
(ডিবি/এসপি/জুন ২৩, ২০১৭)