ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার মঙ্গলবার সকাল ৯টার দিকে আশুগঞ্জে বাসের চাপায় নাছির উদ্দিন শরীফ (৪২) নামে আশুগঞ্জ থানার এক এসআই নিহত হয়েছেন। আশুগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত নাছির উদ্দিন শরীফের বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে। তার স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, এসআই নাছির উদ্দিন শরীফ সকালে মোটরসাইকেল নিয়ে থানা থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গেই রয়েল সার্ভিসের বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটিকে আটক করে থানায় রাখা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
(ওএস/জেএ/জুন ২৪, ২০১৪)