বালিয়াকান্দিতে মেহুগনি বাগান থেকে লাশ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বৃমাগুরা এলাকার একটি মেহুগনি বাগান থেকে আদিল উদ্দীন (৫২) নামে লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবক বালিয়াকান্দি উপজেলার বেতাঙ্গা গ্রামের মৃত কোহিল উদ্দীনের ছেলে।
স্থানীরা জানিয়েছেন ভোরে মেহুগনী বাগানে গাছের সাথে ঝুলন্ত মৃহদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে ১০ টার দিকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়েছে।
নিহতের শ্যালক রিপন ফকির জানিয়েছে, বৃমাগুরা গ্রামের আদম ব্যাবসায়ী মজিবর মোল্যা (ভুলে) নিহতের সন্তানকে বিদেশ পাঠায় সেখানে কাজ না দিতে পেরে স্থানীয়দের চাপে ৯জনকে কাতার থেকে ফেরত আনতে বাধ্য হয় মজিবর মোল্যা। সেই পাওনা টাকা চাইতে আসার কারনে মজিবর মোল্যার ও তার সহযোগীরা আদিল উদ্দিনকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখে।
(ডিবি/এসপি/জুন ১৫, ২০১৭)