বালিয়াকান্দিতে ডিবি পরিচয়ে বিজিবি সদস্যকে তুলে নিয়ে টাকা ছিনতাই
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে এক বিজিবি সদস্যকে তুলে নিয়ে টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া এলাকায় এঘটনা ঘটে। বিজিবি সদস্য পলাশ মোল্যা (৩৫) বালিয়াকান্দি উপজেলার বৃমাগুরা গ্রামের মৃত মোতালেব মোল্যার ছেলে। বিজিবি সদস্য রাঙ্গামাটি এলাকায় কর্মরত আছেন এবং ছুটিতে বাড়ী এসেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
পলাশ মোল্যার ছোটভাই আনারুল মোল্যা জানান, পলাশ মোল্যা ব্যক্তিগত কাজে জামালপুর যাবার সময় তার চাচা মহসীন মোল্যা তাকে অগ্রণী ব্যাংক নলিয়া-জামালপুর শাখা হতে ১ লক্ষ ২০ টাকা উত্তোলনের জন্য চেক দিলে পলাশ মোল্যা ১২টার দিকে নলিয়া-জামালপুর ব্যাংক থেকে টাকা উত্তোলন করে জামালপুর বাজার থেকে ভ্যানযোগে বাড়ী ফেরার সময় নালিয়া বাবুর আমবাগান এলাকা থেকে একটি সাদা মাইক্রোবাসের তাদের গতিরোধ করে ডিবি পরিচয় দিয়ে ৮/৯ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে তুলে নিয়ে টাকা ছিনতাই করে গোয়ালন্দ মোড় এলাকার নিমতলা নামক স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে গিয়ে উদ্ধার করে।
নলিয়া-জামালপুর অগ্রণী ব্যাংকের সিসি টিভির ফুটেজে দেখা যায় দুপুর ১২টা ৩৬ মিনিটে একটি সাদা চেক শার্ট পরে ব্যাংকে গিয়ে মহসীন মোল্যার টাকা উত্তোলন করতে কিন্তু টাকা নিয়ে ব্যাংক ত্যাগ করার সময় বিদ্যুৎ চলে যাবার কারনে সিসি টিভির ফুটেজে কোন রেকর্ড নেই।
ঘটনার সংবাদ পেয়ে বালিয়াকান্দি থানার ৫ জন উপপরিদর্শক এবং ৪ জন সহকারী উপপরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করা কালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলু হক (পাংশা সার্কেল), বালিয়াকান্দি থানার পরিদর্শক হাসিনা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডিবি পুলিশের কোন সদস্য বিজিবি সদস্যকে আটক বা গ্রেফতার করছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিবির পরিদর্শক ওবায়দুর রহমান জানান, তাদের কোন সদস্য বালিয়াকান্দি থেকে আসামী আটক বা গ্রেফতার করেন নাই।
(ডিবিডি/এএস/জুন ১৪, ২০১৭)