মুকসুদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আইকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে কহলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে।
অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে পশ্চিম কৃষ্ণাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মু. খায়রুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবুল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজরুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথিবৃন্দ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
(এমএইচএম/এএস/জুন ২৩, ২০১৪)