গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ পৌরসভায় ২০১৪-১৫ অর্থ বৎসরে ৩৮ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার ৩৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় পৌরসভার সম্মেলন কক্ষে নতুন করারোপ ছাড়াই পৌর মেয়র মো. রেজাউল হক সিকদার (রাজু) এ বাজেট ঘোষণা করেন। 

বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৬ কোটি ২৪ লক্ষ ১৫ হাজার ৩৫০ টাকা। ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার ৩৫০ টাকা। বাজেটে ঘাটতি দেখানো হয়েছে, ২ কোটি ১৩ লক্ষ ৪০ হাজার টাকা। যা গত বছরের উদ্বৃত্ত থেকে মেটানো হবে। এসময় পৌর কাউন্সিলরগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মাচারীরা উপস্থিত ছিলেন।
(এমএইচএম/এএস/জুন ২৩, ২০১৪)