গোপালগঞ্জ প্রতিনিধি : দল যেন সরকারের মধ্যে হারিয়ে না যায় আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই আহবান জানিয়ে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার ক্ষমতায় আসলে অনেক আবর্জনা দলে এসে দলকে সমালোচনার মুখে ফেলে দেয়। দল থেকে এসব আগাছাকে ঝেড়ে ফেলতে হবে।

তিনি আজ সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতি নদীর উপর নির্মানাধীন শেখ লুৎফর রহমান সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন।
তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনের হুমকী দেয়া প্রসংগে বলেন, যে দল ঢাকা শহরে ৫শ’ লোকের মিছিল দিতে পারেনা, সেই দলের আন্দোলনের হুমকী আষাঢ়ের তর্জন-গর্জন ছাড়া আর কিছুই নয়। তিনি আরো বলেন, আমরা দেখেছি বিএনপি অজ্ঞাত স্থানে বসে কয়েকটি মিডিয়াকে ডেকে আন্দোলনের ডাক দিয়েছে। বিএনপি যদি নির্বাচনের আগে সহিংসতা বাদ দিয়ে জনগণকে সাথে নিয়ে বা তর্জন-গর্জন না করে নির্বাচনে অংশ নিত তাহলে এভাবে অগোছালো দল নিয়ে আন্দোলনের ডাক দিতে হতো না। তারা যে আন্দোলন নিয়ে দলীয় ভাবে সাংগঠনিক ভাবে প্রস্তুত নয় তা বিএনপি থেকে আর কেউ ভালো জানেনা।
যোগাযোগ মন্ত্রী বলেন, সৌরভে-গৌরবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ এগিয়ে চলেছে। দেশ উন্নয়নের দিকি এগিয়ে যাচ্ছে। এ ধারাকে অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান।
এর আগে যোগাযোগ মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে দলের ও নিজের পক্ষ থেকে আলাদা আলাদা পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এমএইচএম/এএস/জুন ২৩, ২০১৪)