বালিয়াকান্দিতে মাদক ব্যবসায়ী আটক
রাজবাড়ীর প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বারো মলিøকা গ্রাম থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃত মাদক বিক্রেতা তারু মন্ডল বালিয়াকান্দি উপজেলার বারো মল্লিকা গ্রামের মৃত কানু মন্ডলের ছেলে।
ফরিদপুর ক্যাম্প কোম্পনির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, ১১ জুন (রবিবার) সন্ধ্যায় একটি অভিযান পরিচালনা করা হলে বালিয়াকান্দি থানার বারো মল্লিকা গ্রামের জনৈক আলেক মোল্যার বাড়ী পিছন থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ তারু মন্ডলকে আটক করা হয়।
আটককৃত তারু মন্ডলকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হলে আটককৃত তারু মন্ডলের নামে একটি মামলা রজু করা হয়।
(ডিবি/এসপি/জুন ১২, ২০১৭)