ঈদে দৌলতদিয়া ফেরিঘাটের প্রস্তুতি
দেবাশীষ বিশ্বাস, দৌলতদিয়া : আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখো ঈদযাত্রীদের কথা মাথায় রেখে ঈদযাত্রা মধুর করতে আপ্রান চেষ্টা করেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ফেরিঘাট কর্তৃপক্ষ।
গতবছর থেকে ব্যাপক নদী ভাঙ্গন এবং পানি বৃদ্ধির ফলে বিপর্যয়ে পরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ফেরিঘাট। গতবছর কোরবানী ঈদে কোন সময় দুইটি-কোন সময় তিনটি অথবা সবগুলো ঘাট বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি ছিল চরমে।
বিআইডব্লিউটএ সিধান্ত নেয় যেকোন দুইটি ঘাট সড়িয়ে লঞ্চঘাট এবং ১ নম্বর ফেরিঘাটের মাঝে স্থানান্তরের। মামলা নিষ্পত্তি না হবার কারনে সময়মত কাজ শুরু করতে পারে নাই ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠান দাবি করেছে তাদের হাতে আরো সময় থাকলেও নিদিষ্ট সময়ে কাজ শুরু করতে পারলে চরাটি ঘাট সচল থাকতো সেক্ষেত্রে নিবিঘ্নে ঈদযাত্রীরা মধুর ঈদযাত্রা উপভোগ করতে পারতো।
পদ্মায় পানি বৃদ্ধি এবং ভাঙ্গনের ফলে ২ এবং ৪ নং ফেরিঘাট মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে বলে আসন্ন ঈদে ভোগান্তির আশা করছে যাত্রীসাধারনস। তাঁদের দাবী ঈদের আগে নতুন ঘাট নির্মাণ করা গেলে এই সমস্যা সৃষ্টি হতো না।
অতিরিক্ত যাত্রীদের পারাপারে সুবিধা দিতে বিআইডব্লিউটিসি তাদের ফেরীবহরে আরো ৪টি ফেরি যুক্ত করেছে। বিআইডব্লিউটিসি ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান এই ঈদে ঘাট ঠিক থাকে তবে সর্বকালের সেরা সেবা দিতে পারবে দৌলতদিয়া বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ।
(ডিবি/এসপি/জুন ১১, ২০১৭)