দৌলতদিয়া থেকে ৯০ দিন পর স্কুলছাত্র উদ্ধার
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন থেকে নিখোঁজের ৯০ দিন পর স্কুলছাত্রকে উদ্ধার করেছে র্যাব। আজ মঙ্গলবার ফরিদপুর ক্যাম্প কোম্পানীর অধিনায়ন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচলনা করে দুপুর ৩টার দিকে দৌলতদিয়ার রাজশাহী বোর্ডিং থেকে স্কুল ছাত্র মোঃ মাহাফুজুর রহমানকে উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত মাহফুজুর রহমান ঢাকা জেলার আদবর এলাকার ঠান্ডু বিশ্বাসের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, মাহফুজুর রহমান তার বড় বোনের নিকট থেকে ৫০০/-টাকা চুরি করলে বড় বোন তাকে মারধর করলে সে রাগে-অভিমানে গত ০৯ মার্চ ২০১৭ইং তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় বাসা থেকে কোচিং এ যাওয়ার কথা বলে নিখোঁজ হয়। পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজাখুজি করে কোথাও তার সন্ধান না পেয়ে গত ১২ মার্চ ২০১৭ ইং তারিখে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-৪৪১, তারিখ ১২-০৩-১৭) করেন এবং র্যাব ফরিদপুর ক্যাম্পকে অবহিত করলে ব্যাপক অনুসন্ধান শেষে আজ নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধার করে।
উদ্ধারকৃত মাহফুজুরকে গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৮ কোম্পানির অধিনায়ক।
(এফএ/এএস/জুন ০৭, ২০১৭)