মুক্তাগাছায় সাবেক ইউপি সদস্য খুন
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় জমি সংক্রন্ত বিরোধের জের ধরে খেরুাজানি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দুলাল মিয়া (৪০) খুন হয়েছেন।
রবিবার দুপুরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সকাল সোয়া ১০টার দিকে ইউনিয়নের খিলগাতি গ্রামের সাবেক ইউপি সদস্য দুলাল মিয়ার সাথে তারই চাচাতো ভাই করিমের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দুলাল মিয়ার ওপর হামলা করে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে দুলাল মিয়া মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। স্বজনরা গুরুতর আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দুপুর পৌনে ১টার দিকে তিনি মারা যান।
ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়ের বা কেউ আটক হয়নি।
(এসইএস/এএস/জুন ২২, ২০১৪)