ঈশ্বরগঞ্জে অজ্ঞাত লাশ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উপজেলার জাটিয়া ইউনিয়নের কুমারুলী গ্রামে আবুল কাশেমের মৎস্য খামারের পাড় থেকে রোববার দুপুরে অজ্ঞাত ব্যক্তি(৩০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, জাটিয়া ইউনিয়নের কুমারুলী গ্রামের আবুল কাশেমের মৎস্য খামারের পাড়ে রোববার সকালে বৃষ্টির মধ্যে মৃত দেহ দেখতে পায় এলাকাবাসী। এ সময় উলঙ্গ অবস্থায় মৃতদেহের গলায় লুঙ্গি দিয়ে পেচানো ছিল। পরে এলাকাবাসী পুলিশে খবর দেন। ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক রাশেদুল হাসান জানান, গলায় লুঙ্গি পেচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার রাতের কোনো এক সময় ওই ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাস রুদ্ধকরে হত্যা করে এখানে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রোববার দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
(এসইএম/এএস/জুন ২২, ২০১৪)