গোপালগঞ্জের মধুমতিতে ডুবে যাওয়া ফেরি ও ট্রাক উদ্ধার হয়নি
গোপালগঞ্জ প্রতিনিধি : গত ৪ দিনেও গোপালগঞ্জের মধুমতি নদীর কালনায় ডুবে যাওয়া ফেরি আর পণ্যবাহী ট্রাক উদ্ধার করা সম্ভব হয়নি। প্রতিকূল আবহাওয়া আর নদীতে পানি বৃদ্ধির কারনে উদ্ধার কাজ চালানো বিলম্ব হয়েছে বলে কতৃপক্ষ জানিয়েছেন।
উদ্ধার কাজ ত্বরিত না হওয়ায় এখনো ২ টি পণ্যবাহী ট্রাক ও ফেরিটি পানির নিচে রয়েছে। গত বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪ টার দিকে কাশিয়ানী উপজেলার কালনাঘাটে মধুমতি নদীতে ৭টি পণ্যবাহী ট্রাক নিয়ে একটি টাইপ-১ (নং-১৪) ফেরি ডুবে যায়। আজ রবিবার বেলা সাড়ে ৪ টা পর্যন্ত ৫টি যানবাহন উদ্ধার করা সম্ভব হলেও এখনো ২টি টধাক পানির নিচে নিমজ্জিত রয়েছে। গোপালগঞ্জ সড়ক ও জনপথ অফিস সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার বিকেলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু, ডুবুরীর অভাব, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নদীতে পানি বেড়ে যাওয়ায় উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে।
গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়া ও পানি বৃদ্ধির কারণে উদ্ধার কাজ শেষ করা সম্ভব হয়নি। আশা করছি আজকের মধ্যেই বাকি ডুবন্ত ট্রাকগুলো উদ্ধার করা সম্ভব হবে।
(এমএইচএম/এএস/জুন ২২, ২০১৪)