সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা সদরে অবস্থিত সালথা মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চৌধুরী সাব্বির আলী। মঙ্গলবার বিদ্যালয়ের সাধারণ সভায় নব-নির্বাচিত সকল সদস্যদের সম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। চৌধুরী সাব্বির আলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মানুযায়ী সদস্যের সম্মতিক্রমে চৌধুরী সাব্বির আলীকে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করা হয়েছে ! জানা যায়, এর আগে চৌধুরী সাব্বির আলীর পিতা মরহুম চৌধুরী ইউনুস আলী অত্র বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে -সভাপতির দায়িত্ব পালন করে ছিলেন! সাব্বির চৌধুরী বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় সাধারণ মানুষ ও স্কুল শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বিরাজ করছে!

(এএনএইচ/এএস/মে ২০, ২০১৭)