নাটোর প্রতিনিধি : ৪ হাজার ৮শ ১৯ মেট্রিক টন গম সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরে সরকারিভাবে গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের স্টেশন বড়গাছা এলাকায় জেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই গম সংগ্রহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাাহ আরিফ মোহম্মদ, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুূজা আলী বাবলু প্রমুখ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, এ বছর জেলায় সরকার নির্ধারিত প্রতি কেজি ২৮ টাকা দরে ৪ হাজার ৮শ ১৯ মেট্রিক টন গম সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই গম সংগ্রহ অভিযান চলবে।

(এলএইচ/এএস/মে ১১, ২০১৭)