বগুড়ায় খালেদা জিয়ার আগমনে গণসংযোগ
বগুড়া প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোববারের জয়পুরহাট সফরকে ঘিরে শুক্রবার সকালে সংক্ষিপ্ত আকারে গণসংযোগ করেছেন বগুড়া জেলার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে গণসংযোগ কর্মসূচি শুরু করে সাতমাথা ও এর আশপাশের এলাকায় গণসংযোগ করে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জিয়ার শুভাগমন উপলক্ষে বগুড়াবাসী পথ সংবর্ধনা নামের দুই পাতার একটি লিফলেটও বিতরণ করেন।
খালেদা জিয়া আজ বগুড়া যাচ্ছেন
(ওএস/এটিআর/জুন ২১, ২০১৪)