আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তা বলেছেন, পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র নেহাতই ঘটনাক্রমে মধ্য আকাশে বিস্ফোরিত হয়নি বলেই সিউল মনে করছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মধ্যাকাশে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা দক্ষিণ কোরিয়ার চ্যানেলগুলোকে এ কথা বলেছেন বলে জানিয়েছে কোরিয়া টাইমস। তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা হয়ত করছে দেশটি: আর তারই অংশ হিসেবে এমনটি করা হয়েছে।

গত শনিবার সর্বশেষ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এ ক্ষেপণাস্ত্র সে দেশের সীমান্ত অতিক্রম না করলেও ৭১ কিলোমিটার উচ্চতায় ওঠার পর বিস্ফোরিত হয় বলে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার কর্মকর্তারা বলেছেন।

কোরিয়া টাইমসের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র যে উচ্চতায় পৌঁছালে স্থিতিশীল উচ্চতায় পৌঁছেছে বলে গণ্য করা হয় তার চেয়ে তিনগুণ বেশি উচ্চতায় পৌঁছে গিয়েছিল এটি। তারপরই এটি বিস্ফোরিত হওয়ায় যান্ত্রিক গোলযোগের কারণে এমনটি ঘটার আশংকা খুবই কম বলে ধারণা করা হচ্ছে।

(ওএস/এসপি/মে ০৩, ২০১৭)