গোপালগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার ও সংগঠনের উপদেষ্টা বেনজীর আহম্মেদ। পরে আয়োজক সংগঠনের সভাপতি আলহাজ্ব কাজী হারুন-আর-রশিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ঢাকা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমান বাচ্চু, সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের ব্লাড ব্যাংক এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে।
(এমএইচএম/জেএ/জুন ২১, ২০১৪)