সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় দুই গ্রুপের সংঘর্ষ ও চেয়ারম্যানের বাড়িতে প্রতিপÿের হামলায় জিয়া সেক নিহতের ঘটনায় ৫৫ জনের নামে থানায় মামলা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরো ৪’শতাধিক আসামী রয়েছে। এরমধ্যে ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে পূর্বশত্রæতা ও গ্রাম্য দলপÿ নিয়ে আটঘর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগকে হত্যা করার উদ্দেশ্যে অতর্কতি হামলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঐ গ্রামের সাহাজদ্দিন সেকের ছেলে জিয়া সেক(৩০) মারা যায়।

এ ঘটনায় নিহতের বাবা সাহাজদ্দিন সেক বাদী হয়ে রোববার রাতে পুটিয়া গ্রামের নাজিম উদ্দীন মোল্যার ছেলে খশবু মোল্যা (৪৮) কে প্রধান আসামী করে ৫৫ জনের নামে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১৮, তাং-৩০/০৪/১৭ইং।

অন্যান্য আসামীরা হলেন, পুটিয়া গ্রামের হারুন মাতুব্বার (৪০), ফিরোজ খান (৪৭), গোয়ালপাড়া গ্রামের কাউছার মাতুুব্বার (৩২), জসিম মাতুব্বার (২২), ইলিয়াছ মাতুব্বার (৪৩), কাদের মোল্যা (৬০), পারভেজ মোল্যা (৩২), নিশান খান (৩০), পিকুল খান (৪০), বিকুল খান (৪৫), পাপ্পু খান (১৮), ফরিদ খান (১৩), আজাদ খান (৪৭), গফ্ফার খান (৩০), রাশেদ মাতুব্বার (৫২), সামচু সেক (৫৫), রাঙ্গা মোল্যা (৪০), ফারুক মোল্যা (২৮), সুরুজ মোল্যা (২৬), সেকেন মোল্যা (৫০), সাইফুল মাতুব্বার (৩০), আতিক সেক (২০), হেমায়েত মাতুব্বার (৫০), রইচ খান (৩৫), সহিদ মাতুব্বার (৪৫), কবির মাতুব্বার (৩৫), জুয়েল মাতুব্বার (২৮), ভাওয়াল গ্রমের লেবু মোল্যা (৪৫), খোয়াড় গ্রামের আমিনুর মাতুব্বার (৪৫), রুহুল মাতুব্বার (৩৫), রাশেদ মাতুব্বার (৪০), ইমরান মাতুব্বার (৩৩), মান্নান মাতুব্বার (৫২), জাহাঙ্গীর ফকির (৪০), ভূলু ফকির (৩৮), সাজেদ সেক (২৮), সহিদ মাতুব্বার (৩০), আনিচ মাতুব্বার (৩৫), খাগৈড় গ্রামের দেলো মোল্যা (৪০), সত্তার মোল্যা (৩০), আমিনুর মোল্যা (২৯), মুঞ্জুর মোল্যা (৩২), সেনহাটি গ্রামের হাতেম মোল্যা (৫২), বাকা মাতুব্বার (৪৫), কোতয়ালী থানার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের মোহাম্মাদ জমাদ্দার (৪২), মজনু সেক (২৩), ঘাটাকুড়া গ্রামের তোতা ফকির (৪৫), কুজুরদিয়া গ্রামের সাহাজাহান মোল্যা (৫০), রনকাইল গ্রামের সোয়েক সেক (২৬), রামখন্ড গ্রামের আকুব্বার মোল্যা (৪০), আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের সজিব মাতুব্বার (১৯), রব্বান মাতুব্বার (৩৫), গোবিন্দপুর গ্রামের জামাল ফকির (৪০) ও বোয়ালমারী থানার ময়েনদিয়া গ্রামের আবুল খায়ের (৩২)সহ অজ্ঞাতনামা আরো ৪ শতাধিক আসামী।

মামলার উপ-পরিদর্শক সালথা থানার এসআই মো. জিলøুর রহমান বলেন, জিয়া হত্যা মামলায় রনকাইল গ্রামের শোয়েক সেক, কাশিমাবাদ গ্রামের মজনু সেক, রামখন্ড গ্রামের আকুব্বার মোল্যা, গোয়ালপাড়া গ্রামের সজিব মাতুব্বার ও ময়েনদিয়া গ্রামের খায়ের মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ৭দিনের পুলিশ রিমান্ড চেয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


(এএনএইচ/এসপি/মে ০১, ২০১৭)