বগুড়ায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যা
বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার নয়াপাড়া গ্রামে বিপ্লব হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়, নিহত বিপ্লব ওই এলাকার বাসিন্দা। শনিবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির পাশের একটি ধানখেত থেকে তার জবাই করা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে আর তিনি বাড়ি ফিরে আসেননি। পরে শনিবার সকালে গ্রামের একটি ধানখেতে বিপ্লবের জবাই করা লাশ পাওয়া যায়।
সদর থানার অফিসার ইনচার্জ ফাইজুর রহমান জানান, হত্যাকান্ডের কারণ সর্ম্পকে এখনও বিস্তারিতভাবে কিছু জানা যায়নি।
(ওএস/জেএ/জুন ২১, ২০১৪)