বগুড়ায় বিরোধের জের ধরে যুবককে হত্যা
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম মাহবুবুর রহমান বিপ্লব (৪২)। তিনি সদর উপজেলার যশোপাড়ার নয়াপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
গভীর রাতে বিপ্লবকে শ্বাসরোধে হত্যা করে যশোপাড়ার একটি মাঠে মৃতদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয় লোকজন মাঠে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। সদর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম ফয়জুর রহমান জানান, মামাত ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
(ওএস/এইচআর/জুন ২১, ২০১৪)