চাঁপাইনবাবগঞ্জে অপারেশন ঈগল হান্ট সমাপ্ত, নিহত ৪
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরের শিবনগর এলাকার ‘জঙ্গি আস্তানায়’ ‘ঈগল হান্ট’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ওই ‘জঙ্গি আস্তানায়’ আবু আলীসহ চার জঙ্গির মরদেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় অভিযান শেষে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আত্মঘাতী বিস্ফোরণে আবু আলীসহ চার জঙ্গি নিহত হয়েছেন। আবু আলীর স্ত্রী ও শিশু কন্যাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(ওএস/এএস/এপ্রিল ২৭, ২০১৭)