টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রাপ্তির লক্ষে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কর্মবিরতি পালন করেছে। বুধবার(২৬ এপ্রিল) সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত টাঙ্গাইল পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী কর্ম বিরতি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি শিব্বির আহমেদ আজমী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী জেলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন প্রমুখ।
ভূঞাপুর

অপরদিকে, ভূঞাপুরে পৌরসভা চত্ত্বরে পৌরসভা কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত তারা ঘণ্টাব্যাপী কর্ম বিরতি পালন করে। এ সময় বক্তব্য রাখেন, ভূঞাপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আতিকুর রহমান, মো. শাহজাহান, মো. শহিদুল ইসলাম প্রমুখ।

(আরকেপি/এএস/এপ্রিল ২৬, ২০১৭)