গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে যাওয়া পন্যবাহী ট্রাক উদ্ধার হয়নি
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কালনা ফেরিঘাটে মধুমতি নদীতে ডুবে যাওয়া ফেরি ও পন্যবাহী ট্রাক গুলো এখনো উদ্ধার করা যায়নি।
গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কাশিয়ানী উপজেলার কালনাঘাটে ৭টি পন্যবাহী ট্রাক নিয়ে ফেরিটি ডুবে যায়। ঐ দিনই বিকেলের দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করলেও আজ শুক্রবার বেলা সাড়ে ৫ টা পর্যন্ত মাত্র তিনটি গাড়িকে উদ্ধার করা গেছে। আরো ৪ টি গাড়ি এখনো ডুবন্ত অবস্থায় রয়েছে। পন্যবাহী ট্রাক গুলো থেকে পন্য খালাস করা হলেও বৃষ্টির কারনে আজ শুক্রবার আর কোন গাড়ি নদী থেকে পাড়ে ওঠানো সম্ভব হয়নি।
এদিকে ডুবে যাওয়া ফেরিটি কবে নাগাদ নদী থেকে ওঠানো সম্ভব হবে তার অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে, বিকল্পভাবে ঐ ঘাটে অন্য একটি ফেরি দিয়ে যানবাহন পারাপার চলছে।
(এমএইচএম/এটিআর/জুন ২০, ২০১৪)