লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ৪কেজি গাজাঁসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছেন সদর থানা পুলিশ।

আটককৃতরা হলেন- নাটোরের-পটুয়াপাড়া গ্রামের-মৃত নিরঞ্জন সীলের পুত্র-শ্যামল সীল(৩৮), ও একই জেলার বাঘাতি পাড়া থানার হরিরামপুর গ্রামের মৃত,নবীর উদ্দিনের পুত্র হান্নান আলী(৪০)।

জানা যায়,বুধবার (১৯শে এপ্রিল) রাত ৮টায় লালমনিরহাট সদর থানার সাবইন্সপেক্টর-সেলিম রেজা একই থানার গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়ার তিস্তা সড়ক সেতুর টোল ঘরের সামনে সঙ্গীয়ফোর্স সহ যানাবাহন চেকিং ডিউটি করাকালীন সময়ে কুড়িগ্রাম থেকে রংপুরগামী এসএ পরিবহনের (রেজিঃ নং-টাঙ্গাইল-জ-০৪-০১৪০)যাত্রীবাহি একটি বাসে তল্লাসি চালিয়ে ওই দুইজন ব্যক্তিকে ৪কেজি গাজাঁসহ আটক করেন।

লালমনিরহাট সদর থানার ওসি-রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গাজাঁসহ আটককৃত দুই ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, যাহার মামলা নং-(২৯)তারিখ-১৯/৪/২০১৭ইং ।আজ বৃহ¯পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।


(এমআইএস/এসপি/এপ্রিল ২০, ২০১৭)