গৌরীপুরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ গৌরীপুরে বিদ্যুৎষ্পর্শ হয়ে শাহীন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা য়ায়, ধারাকান্দি গ্রামের ফক্কর উদ্দিনের ছেলে শামীম রাতে একটি চোরাই লাইনে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এলাকাব একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের ওই একটি চোরাই লাইনে খলতবাড়ি ও ধারাকান্দি এ দু’গ্রামের তিনশতাধিক পরিবারে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করছে। এ থেকে পল্লী বিদুতের এক শ্রেণীর অসাধূ কর্মকর্তাদের যোগসাজসে স্থানীয় একটি চক্র প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে লক্ষাধিক টাকা।
(এসইএম/এটিআর/জুন ২০, ২০১৪)