লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় বৈদ্যুতিক সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্যম কাদমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই ইউনিয়নের মধ্যম কাদমা গ্রামের জোনাব আলীর ছেলে মিল্টন মিয়া (২০), ভেলাগুড়ি গ্রামের আজিজার রহমানের ছেলে ফেরদৌস (২৫), একই গ্রামের গোলাব মিয়ার ছেলে উকিল মিয়া (২৫) এবং সামসুদ্দিনের ছেলে খোরশেদ আলম (৩৮)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সামিউল ইসলাম জানান, নিহত চারজনের মধ্যে মিল্টন ছাড়া অন্যরা স্থানীয়ভাবে বিদ্যুৎ মেরামতের কাজ করতেন। সকালে বিদ্যুৎ না থাকায় ওই তিনজন ১১ হাজার কেভির বৈদ্যুতিক পোলে উঠে সংযোগ মেরামত করছিলেন। এসময় মিল্টন নিচে দাঁড়িয়ে মই ধরেছিলেন।

কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন এবং গুরুতর আহত অবস্থায় উকিল মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

হাতীবান্ধা বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নিহত চারজন তাদের শ্রমিক না। তারা কাজ করার আগে আমাদের কাছে অনুমতি নেননি।

ভেলাগুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মহির উদ্দিন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এএস/এপ্রিল ০৫, ২০১৭)