পাটগ্রামে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে মহির আলী (৪০) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রবিবার ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করে। আটক মহির আলী দহগ্রাম ইউনিয়নের কলোনিপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে।
এলাকাবাসী ও বিজিবি জানায়, রোববার ভোরে ভারত থেকে গরু নিয়ে আঙ্গরপোতা সীমান্তের ৩নং মেইন পিলারে কাছে আসলে কুচবিহার-২২ বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা মহির আলীকে গরুসহ ধরে নিয়ে যায়। খবর পেয়ে পাটগ্রাম সদর কোম্পানির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, ভারতের অভ্যন্তরে ওই বাংলাদেশি বিএসফের হাতে আটক হন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
(ওএস/এসপি/এপ্রিল ২, ২০১৭)